২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
ফেনী মডেল থানায় পুলিশের সংবাদ সম্মেলন  ফেনীতে চোরাই ২৪ লক্ষাধিক টাকা উদ্ধার
  • Updated Jan 15 2024
  • / 424 Read


রাইডার গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি;
ফেনীতে বাইক রাইড চালক কর্তৃক চুরি করা টাকা উদ্ধার, ঘটনায় অভিযুক্ত মো. সুমনকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। তথ্য প্রযুক্তি ও ম্যানুয়াল সোর্সিংয়ের মাধ্যমে এক স্বর্ণ ব্যবসায়ীর চুরি হওয়া এই ২৪ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করেছে ফেনী মডেল থানা পুলিশ। গতকাল রবিবার বেলা ১২টার দিকে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার থোয়াই অংপ্রু মারমা।


সংবাদ সম্মেলনে তিনি জানান, ২ জানুয়ারি চট্টগ্রামের ভূজপুর থানার কাজীরহাট বাজারের মল্লিকা জুয়েলার্সের ম্যানেজার কার্তিক চন্দ্র ঘোষ একই এলাকার মো. সুমন ও তার ব্যবহৃত মোটর সাইকেল ভাড়াযোগে ফেনী বড় বাজারের গোপাল পট্টিতে আসেন। পরবর্তীতে ফেনী বড় বাজারের দুটি দোকানে ৩০ লাখ টাকার স্বর্ণ বিক্রি করে একটি ব্যাগে ভর্তি করে। টাকার মালিক ব্যাগ রেখে স্বর্ণ দোকানে রেখে আসা ফোন নিতে গেলে মোটর সাইকেল রাইডার টাকা নিয়ে সটকে পড়েন। 


পরে থানায় মামলা হওয়ার পরে তথ্য প্রযুক্তি ও ম্যানুয়াল সোর্স কাজে লাগিয়ে চুরি হওয়া ৩০ লাখ টাকার মধ্যে ২৪ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করেন। মামলার তদন্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন চট্টগ্রামের হাটহাজারী থেকে অভিযুক্ত মো. সুমনকে গ্রেফতার ও তার ব্যবহৃত অনটেস্ট মোটরসাইকেলটি জব্দ করা হয়। গ্রেফতার সুমন চট্টগ্রামের ভূজপুর থানার বৈদ্দপাড়া গ্রামের মৃত আবদুস সালামের ছেলে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী, পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. শফিকুর রহমান। 
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা জানান, সিডিএমএস পর্যালোচনা করে দেখা যায় বাইক রাইডার মো. সুমনের নামে চট্টগ্রামের ভুজপুরে দুটি ও খাগড়াছড়ির মানিকছড়ি থানায় একটি মামলা সহ মোট তিনটি মামলা রয়েছে। ফেনী থেকে টাকা চুরির মামলায় গতকাল রোববার তাকে আদালতে উপস্থাপন করা হয়েছে।

Tags :

Share News

Copy Link

Comments *